গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রথিতযশা আইনজীবী ও সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ঢাকায় অনুষ্ঠিত দলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রগতিশীল রাজনীতির এমন স্বীকৃতি-তে কিশোরগঞ্জের সমাজসচেতন ও প্রগতিশীল ধারার রাজনীতিকে আর-ও গতিশীল করবে- এমন প্রত্যাশা সকলের।