নিউ ইয়র্কে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি

বিজয় দিবস ও নতুন কমিটির অভিষেক উৎসব
সাতকাহন ডেস্ক
নিউ ইয়র্কে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি। ছবি: সাতকাহন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেদের নতুন কমিটি গঠন করেছে প্রবাসী সংগঠন ‘কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন’।

রোববার রাতে নিউ ইয়র্কে গুলশান টেরেস মিলনায়তনে বিজয় দিবস ও নতুন কমিটির অভিষেক উৎসব পালন করে তারা।

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান ডিউকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্টেট সিনেটর শেখ রহমান। ৫১ সদস্যের নবগঠিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন তিনি।

জর্জিয়া অঙ্গরাজ্য ডেমোক্রেট সিনেটর কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান বলেন, “৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পাসপোর্ট নিয়ে বহুজাতিক এ সমাজে আমি যদি স্টেট সিনেটর হতে পারি, তোমরা কেন পারবে না! এদেশে জন্মগ্রহণকারি হিসেবে তোমরা তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও হতে পারবে। তবে এজন্য দরকার সমাজের প্রতিটি ধর্ম-বর্ণ-গোত্র-অঞ্চলের মানুষের সঙ্গে একাকার হওয়া। নিজেকে বিলিয়ে দিতে হবে পরোপকারি হিসেবে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভজন সরকার, এ বি এম ওসমান গণি, মাহফুজুল হাসান টোপন, আইনুল ইসলাম, আলমগীর হোসাইন, মঞ্জুর হোসেন চুন্নু ও আকতার হোসেন মনির। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক।