কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নোয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন) করেছেন।
বৃহস্পতিবার বিকেলে নোয়াবাদ গ্রামের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যাকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিনযাবৎ বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।
আজ শুক্রবার বাদ জুমা করিমগঞ্জের চাতল হাইস্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শত-শত মানুষ অংশ নেয়। জানাজা শেষে নোয়াবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবীণ এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. জনাব আলী, করিমগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ, মো. ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।