কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার ধনু নদিতে গোয়েন্দা পুলিশ সেজে চাদাঁবাজির সময় দুই চাদাঁবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের সহিলা গ্রামের আহমদ আলীর ছেলে সোহরাব মিয়া (৩০) ও সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের আব্দুল হকের ছেলে সোহেল মিয়া (২২)।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান গ্রেফতারকৃত সোহরাব ও সোহেল নিজেদেরকে কখনও সরকারি দলের বড় নেতা পরিচয় দিয়ে দির্ঘদিন যাবত একটি চাঁদাবাজ গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। আবার কখনও গোয়েন্দা পুলিশ সেজে ধনু নদীতে চলাচলকারী ভাল্কহেড নৌযানে চাদাঁবাজি করছিলো।
এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে ইটনা থানার এসআই গোলাম কবির বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ কুলিভিটার মোড় এলাকার ধনু নদীর দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে একটি ইঞ্জিত চালিত ছোট নৌকাসহ এ দু'জনকে জনকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রুজুর পর আজ সোমবার দুপুরে তাদের কিশোরগঞ্জ কোর্টে সোপর্দ করা হয়।