কিশোরগঞ্জ ব্যুরো : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শোক i¨vwj শেষে জেলা মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় কিশোরগঞ্জ- ( সদর - হোসেনপুর) আসনের সাংসদ ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নূরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমূখ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জাতির জনকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।