কিশোরগঞ্জের করিমগঞ্জ ও কটিয়াদী উপজেলার আঞ্চলিক মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে এক পথচারী বৃদ্ধ এবং বাস চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
এরমধ্যে শনিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ -করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ নামক এলাকায় দ্রতগামী মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে তোতা মিয়া (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক করিমগঞ্জ পৌর এলাকার আশুতিয়া পাড়া গ্রামের শাহিন মিয়া (২২) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার এলাকায় ঢাকাগামী যাতায়াত পরিবহন সার্ভিসের একটি বাসের ধাক্কায় শোয়েব মিয়া (১২) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়। শোয়েব আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের মোঃ মঞ্জু মিয়ার পুত্র বলে জানা গেছে। বাসের ধাক্কায় শোয়েব মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।