বোনের বাড়িতে কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

সাতকাহন ডেস্ক
  বড় বোনের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল  ভাই-বোন দু'জনের। বুধবার বিকালে জেলার  কুলিয়ারচর উপজেলার উছমান পুর ইউনিয়নের  পশ্চিম নোয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। 
 
নিহতেরা হলেন, নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দীন ভূঁইয়ার স্ত্রী শুভা বেগম (৬০) এবং তার সহোদর  ছোট ভাই পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পৌর সদরের মথুরা পুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে কাঠ মিস্ত্রি মুর্শিদ মিয়া (৫৫)।
 
জানা গেছে , বড় বোন শুভা বেগমের স্বামীর বাড়িতে ঘর মেরামতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতে এসেছিলেন  মুর্শিদ মিয়া। এক পর্যায়ে কাঠমিস্ত্রি ভাই ও গৃহবধূ  বোন মিলে একটি নতুন টিনের বেড়া লাগানো সময় ঝুলানো বিদ্যুৎ তারের সংস্পর্শে স্পৃষ্ট হন তারা। তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায়  বাজিতপুরের ভাগলপুর  জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
উছমান পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম ক্কারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  
 
 
 

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: