যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিচার চান বাইডেন

সাতকাহন ইন্টারন্যাশনাল ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (বামে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের জন্য বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরের ‘রাস্তায় মরদেহ পড়ে থাকা’ এবং ‘গণকবর দেওয়ার’ বিভিন্ন চিত্র প্রকাশ পাওয়ার পর এ আহ্বান জানিয়েছেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর ‘গণহত্যা চালানোর’ বিভিন্ন সংবাদ প্রকাশ পাওয়ায় রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।

এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন, ‘এ মানুষটি (পুতিন) অনেক নৃশংস।’ এ ছাড়া পুতিন একজন যুদ্ধাপরাধী বলেও মনে করেন বাইডেন।

অন্যদিনে, বুচা শহরে গণহত্যার যে খবর প্রকাশ পেয়েছে তা ইউক্রেন কর্তৃপক্ষের সাজানো বলে দাবি করছে রাশিয়া।

এ ছাড়া, রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত ভিডিওবার্তায় স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এ প্রতিশ্রুতি দেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘তদন্তকারীরা অপরাধীদের চিহ্নিত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। এ ছাড়া আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য সম্ভাব্য সবকিছু করছি।’

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে আমারা এ কাজ করব, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে।’

জেলেনস্কি আরও বলেন, ‘দখলকারীদের সব অপরাধ নথিভুক্ত করা হয়েছে। রুশ সামরিক বাহিনীকে তাদের প্রতিটি অপরাধের জন্য বিচারের আওতায় নিতে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে।’

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: