দুই শর্তে এবছর হজের সুযোগ পাবেন ১০ লাখ মুসল্লি

সাতকাহন ইন্টারন্যাশনাল ডেস্ক

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর স্থগিত রাখার পর বিদেশি হজযাত্রীদের জন্য পুনরায় সৌদিতে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার। চলতি ২০২২ সালে ১০ লাখ হজযাত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। স্থানীয় সময় শনিবার সৌদির সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত। প্রথমত বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে এবং সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যাবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার, সেগুলোর কোনো একটির দুই ডোজ সম্পূর্ণ করার সনদ সঙ্গে রাখতে হবে।

এছাড়া অনুমোদিত যাত্রীদেরকে অবশ্যই সৌদি আরবের উদ্দেশে বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে এবং সেই টেস্টে নেগেটিভ সনদ পাওয়াদেরকেই কেবল প্রবেশ করতে দেওয়া হবে সৌদি আরবে।

দেশটির সরকারের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি দৈনিক আরব নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে টুইট করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বল হয়, হজ পালনের সময় প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এ বিষয়ে সৌদি সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: