ইতালিতে কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

সাতকাহন ইন্টারন্যাশনাল ডেস্ক

ইতালির পর্যটন কেন্দ্র জলকন্যা ভেনিসে রোজাদারদের সম্মানে কিশোরগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দেশটির ঢাকা বিরানি হাউস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী। তারা বলেন, ইফতারে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। তাই রমজানের এ উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আশা করি আগামীতেও আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন ধর্মীয় যেকোনো ভালো কাজে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন কাসেম মিয়া, রফিকুল ইসলাম বারি, কাজী আব্দুল মান্নান, সিরাজুল হক, মোহাম্মদ আলী, এরফান মাস্টার, রহমত উল্লাহ মাস্টার, টিপু চৌধুরী, তোষন খান, রাশেদ ভূঁইয়া, নুরুজ্জামান, তাজুল ইসলাম, কাজী আব্দুলাহ বাকি রোনাক, জিয়াউর রহমান ভূঁইয়া, শহীদুল ইসলাম শহীদ, আমির হোসেন, আলমাস, বিল্লাল শিকদার, মুসলিম সিকদার, আবুল বাশার, মোবারক হোসাইন ও ফখরুল চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভেনিসে বসবাসরত সমস্ত কিশোরগঞ্জবাসীর প্রতি। এছাড়া রাজনৈতিক, সামাজিক সকল সংগঠনের নেতাসহ সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়া ফখরুল চৌধুরী, তোষণ খান, শহীদুল ইসলাম শহিদ,নুরুজ্জামান, রাশেদ ভূঁইয়া,মোহাম্মদ আলী, এরফান মাষ্টার,তাজুল ইসলাম,আলমাস,আবুল বাশার,জনি আলম, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, রুহুল আমিন,মনির হোসেন মুসলিম সিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিশেষ কৃতজ্ঞতা জানান ইতালি ভেনিস মেসরে ঢাকা বিরানি হাউস রেস্টুরেন্টের সংশ্লিষ্টদের

এসময় উপস্থিত রোজাদারদের রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল কাদের জিলানী সালাম মোহাম্মদ।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: