কিশোরগঞ্জ শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় মহাবিপ্লবী শ্রী ঋষি অরবিন্দ ঠাকুরের স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় শ্রী অরবিন্দ ইনষ্টিটিউট অব কালচার(কলকাতা)'র সাংস্কৃতিক সম্পাদক শ্রীলেখা মজুমদার আনুষ্ঠানিকভাবে এ ফলক উন্মোচন করেন।
এ সময় জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচারের ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমিয় চক্রবর্তী, জেলা গনতন্ত্রী পার্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা শাখা প্রধান অ্যাডভোকেট অশোক সরকার, আখড়ার সাধারন সম্পাদক অপু পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ আখড়ার সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।