পৃথিবীতে ভিনগ্রহের মানুষের এ কেমন আচরণ (ভিডিও)

সাতকাহন ডেস্ক
পৃথিবীতে ভিন্নগ্রহের মানুষের এ কেমন আচরণ। ছবি: সাতকাহন

 

পৃথিবীতে ভিন গ্রহের মানুষ এলিয়েন, জ্বলন্ত থালের মতো উড়ন্ত সসারসহ আরও কতো কী অদ্ভুত এবং অনাবিষ্কৃত রহস্য ও কল্পকাহিনী শিশু-কিশোর মনকে নিয়ত তাড়িয়ে  বেড়ায়।
 
এ-সব রহস্য ও কল্পকাহিনীর ভাবনার বুদবুদ ক্ষনিকের জন্য হলেও ভিন্ন রকম রোমাঞ্চকর কাহিনীর সঙ্গে নিজেদের জড়ানোর অনুভূতির ভিন্নতা রয়েছে বৈকি।
 
নাটক, সিনেমা এবং জিওগ্রাফি ও ডিসকাভারিসহ নানা বিজ্ঞান রহস্য ভিত্তিক চ্যানেলের কল্যাণে গৈ-গেরামের শিশু-কিশোররাও আজকাল এসব ভাবনা,  কল্পকাহিনী ও বাস্তবতার সঙ্গে পাল্লা দেয়ার ভিন্ন রকম "এ্যাডভেঞ্চার"র মজা লুটার ক্ষেত্রে কোনো অবস্থাতেই পিছিয়ে নেই।

গ্রামের এ তিন শিশু-কিশোরের এ ভিন্নরকম "এ্যাডভেঞ্চার" এ স্বাক্ষরই বহন করে।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: