বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামঅ্যাপ ডাউন

সাতকাহন ডেস্ক

বিশ্বজুড়ে ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার ডাউনের ঘটনা ঘটেছে। এ কারণে ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। 

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানান। বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে।

টুইটারে ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছে না তারা।

বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে এরর মেসেজ দেখতে পারছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: