• প্রচ্ছদ
  • »
  • খেলা
  • »
  • কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগে চ্যাম্পিয়ন স্টারলিট স্পোর্টিং ক্লাব

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগে চ্যাম্পিয়ন স্টারলিট স্পোর্টিং ক্লাব

সাতকাহন রিপোর্ট

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ ২০২০ এর শিরোপা জিতেছে স্টারলিট স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ফাইনালে উৎসাহ ক্রীড়া চক্রকে ২-০ সেটে হারিয়েছে তারা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কিশোরগঞ্জ পৌরসভার সহযোগিতায় আয়োজিত হয় ভলিবল লীগ।

এ লীগ ২০২০ সালে পরিকল্পনা করা হলেও বাছাই পর্ব সম্পন্ন হয়েছিলো ২০২১ সালে মার্চ মাসে। করোনার কারনে দীর্ঘ বিরতীর পর ১৬ টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় চলতি মাসের ১৫ মার্চ। চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলায় ফাইনালে জায়গা করে নেয় স্টারলিট স্পোর্টিং ক্লাব এবং উৎসাহ ক্রীড়া চক্র।

প্রথম সেট ২৫-১১ এবং দ্বিতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে হারিয়ে সহজেই শিরোপা নিশ্চিত করে স্টারলিট স্পোর্টিং ক্লাব।

ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ট্রেজারার অসিম সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: