বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ভারতের ঈশান কিশান। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই নিজের জাত চেনালেন এই ব্যাটার। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান-মুস্তাফির রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই ওপেনার।
ওয়ানডে ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল। তরাপর আউট হয়ে গেছেন। তিনি করেছেন ১৩১ বলে ২১০ রান।
নির্ধারিত ৫০ ওভারে ভারত ৪০৮ রানের বিশাল সংগ্রহ করে।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। ২৪ চার ১০ ছক্কায় ২০ রান করে অপরাজিত রয়েছেন এই ওপেনার।
অন্যপ্রান্তে বিরাট কোহলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম অর্ধ-শতক। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার সাগরিকার বুকে পেলেন দারুণ এক ফিফটির দেখা। রিপোর্ট লেখা পর্যন্ত তিনিও ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন ঈশানকে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন শিখর ধাওয়ানকে ফিরিয়ে।