কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২। শনিবার বিকেলে উপজেলার আশুতিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাঠা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র তহুরুল মিয়া (৫৪) এবং সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র মোঃ নাঈম(৩০)। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তহুরুল ও নাঈমকে ৩০ গ্রাম হেরোইন, ০১টি মোবাইল ও নগদ এক হাজার ছয়শত দশ টাকাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তহুরুল এবং নাঈম হেরোইন ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।