মাছরাঙা টিভি ও অনলাইন নিউজ পোর্টাল বাঙলা ট্রিবিউন এর কিশোরগঞ্জ প্রতিনিধি এবং কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকার বাবা বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ রায় আর নেই।
রোববার বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।
রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফার উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ( গার্ড অব অনার) করা হয়। পরে রাত সাড়ে সাতটার দিকে বত্রিশ আমলি তলা শ্মশানে বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ রায়কে দাহ করা হয় ।
যুগান্তর কিশোরগঞ্জ ব্যুরো'র শোক :
গরীবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা ডা: সুকেশ রায়ের মহাপ্রয়াণে দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান, যমুনা টেলিভিশন এ-র স্টাফ করেসপন্ডেন্ট এবং দৈনিক সাতকাহন সম্পাদক এ টি এম নিজাম গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।